ফটিকছড়িতে কোনো অবৈধ কাজ চলবে না

গণসংবর্ধনায় এমপি সনি

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ির নবনির্বাচিত এমপি খাদিজাতুল আনোয়ার সনিকে জাফতনগরে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মোহাম্মদ তকির হাট সংলগ্ন মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় খাদিজাতুল আনোয়ার সনি এমপি বলেন, ফটিকছড়িতে বালুর মহাল, গাছ পাচারসহ কোনো প্রকার অবৈধ কাজ করতে দেওয়া হবে না। কেউ যদি করে আপনারা অবহিত করবেন, প্রশাসনকে খবর দিবেন। ইভ টিজিং এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। ফটিকছড়িতে দীর্ঘ ১৫ বছর কোনো উন্নয়ন হয়নি। আপনাদের যে কথা দিয়েছি তা এখন পালন করার পালা। সাবেক জাফতনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী, সাবেক উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাদাত আনোয়ার সাদি, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র একে জাহেদ চৌধুরী, আবুল বশর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরেস্টুরেন্টে ডেলিভারি দিতে নিয়ে যাওয়া হচ্ছিল পচা মাংস !
পরবর্তী নিবন্ধডামি সরকারের পতন ঘটিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক