ফটিকছড়িতে কৃষি জমির টপ সয়েল কাটায় অর্থদণ্ড

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ির নারায়ানহাট ইউনিয়নে কৃষি জমির টপসয়েল কাটায় এমরান নামে এক যুবককে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

জানা যায়, রোববার রাতে কৃষি জমির টপ সয়েল কাটার সংবাদে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে কাউকে না পেয়ে একটি পরিত্যক্ত স্কেভেটর জব্দ করে সেটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়। পরবর্তীতে মাটি কাটার বিষয়টি স্বীকার করায় স্কেভেটর মালিক এমরানকে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আর মাটি কাটবে না মর্মে তার থেকে মুচলেকা নেয়া হয়।

এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, যারা অবৈধ বালু ও মাটি ব্যবসার সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধ৯০ দিনের জন্য পাল্টাপাল্টি শুল্ক ১১৫% কমাল যুক্তরাষ্ট্র-চীন
পরবর্তী নিবন্ধড. ওবায়েদুল্লাহর মৃত্যুতে আইআইইউসি ভিসির শোক প্রকাশ