বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৩১ মে সমিতিরহাটের একটি কনভেনশন হলে সংগঠনের সভাপতি মিজানুর রহমান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় উপ–অর্থ সচিব মাওলানা আবুল মনসুর।
প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যাপক মাওলানা মীর আবদুর রহিম মুনিরী। প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার সৈয়দ আবু আজম। অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি ছিলেন রশীদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি দক্ষিণ উপজেলার সভাপতি মুহাম্মদ খোরশেদুল আলম, শহীদুল্লাহ্ চৌধুরী, এস এম নজরুল ইসলাম, হাসান উদ্দীন কুতুবী। হাফেজ ফরহাদুল ইসলাম। ইউসুফ রায়হানের সঞ্চালনায় বক্তব্য দেন, আবুল বশর, মাওলানা জহুরুল ইসলাম, এস এম মোরশেদুল আলম, তারেক আলম, আবুল বশর, আব্দুল্লাহ আল মাহমুদ, মুহাম্মদ সাহেদ, আবদুর রহমান বাবর, হেলাল উদ্দীন, মাওলানা মুজিবুল আলম, নওশাদুল আলম, নাহিদুল ইসলাম হামীম, মুহাম্মদ সোহেল, সৈয়দ হান্নান শাহ্, নাসির উদ্দীন, রিয়াদুল ইসলাম, নুরুল আবসার তারেক, আদনান সামী, আশেকুল ইসলাম, নুরুল ইরফান জিয়া, শাকিল হোসেন, জাবেদ হোসেন, শাহাদাত, বাবলু, পিয়ারু, ফরহাদ, আদিল প্রমুখ।
অনুষ্ঠানের স্মৃতি স্মারক ‘সেনানী জ্যোতি’ উন্মোচনের পরে এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।











