ফটিকছড়িতে আলমগীর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১২:৫৮ অপরাহ্ণ

ফটিকছড়িতে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শহীদ আবু জাফর চৌধুরী আলমগীর স্মৃতি টি১০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। গত বুধবার রাতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুল হক স্মৃতি সংসদের আয়োজনে জমকালো এই ফাইনাল খেলায় মাইজপাড়া খেলোয়াড় সমিতিকে হারিয়ে জয় তুলে নেয় ফতেহপুর কিংস। খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর। ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ফাইনাল খেলায় উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সদস্য একেএম মহিউদ্দীন আজম তালুকদার। বিশিষ্ট সংগঠক মুহাম্মদ হোসেন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে খেলায় প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মাহববুল আলম চৌধুরী। ট্রফি উন্মোচন করেন উত্তরজেলা কৃষক দলের সদস্য সচিব নজিম উদ্দীন শাহীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগের আয়োজনে বিকেএফ কারাতে ড্যান পরীক্ষা সম্পন্ন