ফটিকছড়িতে আম গাছে ঝুলছে বৃদ্ধের লাশ

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ১:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় মুহাম্মদ খোরশেদুল আলম (৬০) নামের এক বৃদ্ধের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

আজ শনিবার সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া অছি মিয়া কেরানী বাড়িতে আম গাছে ঝুলন্ত অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধ একই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আম গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। মরদেহের গলায় কালো দাগ ছাড়া শরীরের আর কোথাও কোন আঘাতের চিহ্ন নেই।

ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা এবং রাতের কোন এক সময়ে তিনি এ কাজটি করেছে। এ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, আটক ১
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু