চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক ফটিকছড়ি উপজেলায় বরাদ্দকৃত প্রকল্পের বরাদ্দপত্র ও চেক হস্তান্তর অনুষ্ঠান গতকাল ফটিকছড়ি উপজেলা পরিষদের শহীদ শফিকুন নুর মাওলা বীর প্রতীক হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত রূপকল্প ২০৪১ এর লক্ষ্য পূরণ করে উন্নত বাংলাদেশ গড়তে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন অপরিহার্য। প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রাম জেলা পরিষদ চট্টগ্রামের সিটি করপোরেশন, প্রতিটি উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, গ্রাম উন্নয়নে ব্যাপক কাজ করছে। এর ধারাবাহিকতায় ফটিকছড়ি উপজেলায় বরাদ্দকৃত প্রকল্প বরাদ্দের চিঠি হস্তান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করছি। সুফল মানুষ পাচ্ছে। দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতে এবং বর্তমান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে আবারও আহ্বান জানাই। তিনি বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফটিকছড়িতে দুইটি পৌরসভা, ফায়ার সার্ভিস, ভূজপুর থানা, রাবার ডেম, ৮টি ব্রিজ, মাইজভান্ডার–নাজিরহাট সড়ক, স্থলবন্দর, বিভিন্ন রাস্তা নির্মাণসহ অনেক উন্নয়ন করেছি। ফটিকছড়িতে আমি নেতা এবং উন্নয়ন একই সাথে তৈরি করছি। জাতীয় উন্নয়নের স্বার্থে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পূণরায় ক্ষমতা এনে এই উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে হবে।
বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমানের সভাপতিত্বে ও আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী, বজলুর রহমান, আবুল হাশেম, উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি, জেলা পরিষদের সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, পৌর মেয়র ইসমাইল হোসেন, উপজেলা ভাইস–চেয়ারম্যান এড. সালামত উল্লাহ চৌধুরী শাহীন, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা রিফাত আকতার নিশু, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, সাবরিনা চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।