ফটিকছড়িতে আগুনে পুড়ল ৫ দোকান ও বসতঘর। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার কাঞ্চননগর ইউপির ৯ নং ওয়ার্ড মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান নাজিমুদ্দিন মুহুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। এসময় তারা ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং আরো সহযোগিতার আশ্বাস দেন।স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা দোকানে আগুন লাগিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে নিমিষেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় স্থানীয় মো. সেলিমের চা দোকান, সেলিমের মুদির দোকান, জাহেদুল রহমানের মুদির দোকান, কামাল সওদাগরের সার ও কীটনাশকের দোকান, সোহেলের চা দোকান ও বানু বেগমের বসতঘর।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলেও তার আগে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফটিকছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামাল উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তদন্দ সাপেক্ষে জানা যাবে আগুন লাগার কারণ। বিদ্যুতের শর্ট–সার্কিটের কারণেও আগুন লাগতে পারে।এ ব্যাপারে ৯নং ওয়াডের্র ইউপি সদস্য মো. রমজান আলী বলেন, ধারণা করা হচ্ছে কোনো দুষ্কৃতকারী দোকানগুলোতে আগুন লাগিয়েছে। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। তদন্তের মাধ্যমে আসল কারণ জানান যাবে। তিনি ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।