চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের দুই যুবককে অস্ত্রসহ ধরে পুলিশে দিয়েছে স্থানীয় সাধারণ জনতা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে লেলাং ও খিরাম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা গোপালঘাট ও গামরীতলার সীমানার মোল্লার মসজিদ নামক স্থানে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাদের ধরে পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা হলেন, মোহাম্মদ তারেক ও নাছির উদ্দিন। তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন- স্থানীয়রা অস্ত্রসহ দুই যুবককে পুলিশের হাতে সোপর্দ করেছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। এখানে অধিকতর তদন্তের প্রয়োজন আছে। বিস্তারিত পরে জানানো হবে।