ফটিকছড়ির হারুয়ালছড়িতে লাইসেন্স ছাড়া অবৈধ ইটভাটা পরিচালনা ও সরকারি রাস্তার মাটি কেটে স্থায়ী ক্ষতি সাধনের অপরাধে F.B ব্রিক ফিল্ডকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৩ অক্টোবর (সোমবার) চট্টগ্রাম ফটিকছড়ির ভুজপূর থানার কোম্পানি টিলা হারুয়ালছড়ি এলাকায় এ ব্রিক ফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।
ভুজপুর থানা পুলিশের সহায়তায় সকাল ১১ টায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় লাইসেন্স ছাড়া অবৈধ ইটভাটা পরিচালনা ও সরকারি রাস্তার মাটি কেটে স্থায়ী ক্ষতি সাধনের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে উক্ত প্রতিষ্ঠানের পক্ষে ম্যানেজার মোঃ রফিকুল আলমকে ২ লক্ষ টাকা জরিমানা করে তৎক্ষণাত আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসিল্যান্ড।