ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ২ পরিবারের বসতঘর পুড়ে ছাই

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ি পৌরসভায় অগ্নিকাণ্ডে ২ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের ইউসুফ আলী চৌধুরীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার মো. হারুনের পুত্র সৌদি প্রবাসী এমরান এবং মাওলানা গোফরানের টিনসেডের মাটি এবং সেমিপাকা ঘর প্রায় ৮০শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে।

জানা যায়, বেলা ৩টার দিকে স্থানীয়রা দেখতে পান উক্ত ঘরটিতে আগুন জ্বলছে। এমন সময় পরিবারের কেউ ঘরে ছিলোনা। তাই ঘর তালাবদ্ধ অবস্থায় ছিল। পরে স্থানীয়রা এসে প্রায় ২ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ঘরের প্রায় ৮০শতাংশ পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ চৌধুরী বলেন, ঘরে কিভাবে আগুন লেগেছে জানা যায়নি। কারন আগুন লাগা অবস্থায় ঘরের ভেতর কেউ ছিলোনা। তারা সবাই বাইরে ছিল। এ ঘটনায় প্রায় ১০১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
পরবর্তী নিবন্ধহারিস চৌধুরীর লাশ দাফনের জন্য সিলেট নেওয়া হবে রোববার