ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, ৭ বসতঘর ভস্মিভূত

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ জুন, ২০২৪ at ১:১৫ অপরাহ্ণ

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে হালিমা বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়াও একই ঘটনায় ৭টি বসতঘর পুড়ে গেছে।

১৮ জুন (মঙ্গলবার) উপজেলার বখতপুর ইউপির গোলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাঠির টিনশেড ঘরে মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। ঘরের অন্যরা বের হতে পারলেও বৃদ্ধা হালিমা বেগম আগুনে পুড়ে মৃত্যুবরণ করেন।

পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে সাত পরিবার পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর পর ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যন এটি এম পেয়ারুল ইসলাম ও বখতপুর ইউপি চেয়ারম্যন ফারুক উল আজম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক উল আজম বলেন, আগুনে সাত পরিবার ক্ষতিগ্রস্ত্র হয়েছে এবং একজন বৃদ্ধা মারা গেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি।

পূর্ববর্তী নিবন্ধ১০ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়ন, কারাগারে ফেরিওয়ালা
পরবর্তী নিবন্ধকোতোয়ালীতে সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার