বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য মরহুম এবিএম ফজলে রাব্বী চৌধুরী মানিকের ১ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ (শুক্রবার) সকাল সাড়ে দশটায় রাউজানের গহিরা বক্স আলী চৌধুরী বাড়ি প্রাঙ্গনস্থ মরহুমের কবরস্থান সংলগ্ন জামে মসজিদে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সকল শুভানুধ্যায়ীদের অংশগ্রহণ করে মরহুমের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এবিএম ফজলে রাব্বী চৌধুরী বিশিষ্ট রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান, সাবেক পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব একেএম ফজলুল কবির চৌধুরী এবং মরহুমা সাজেদা কবির চৌধুরীর দ্বিতীয় সন্তান। তিনি জাতীয় সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সমপর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির বড় ভাই। উল্লেখ্য, এবিএম ফজলে রাব্বী চৌধুরী গতবছরের ৪ জুন দুপুর পৌনে একটায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন। এবিএম ফজলে রাব্বী চৌধুরী সক্রিয় রাজনীতি ছাড়াও বহু জনহিতকর কাজ ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।












