ফজলে রাব্বি আমৃত্যু গণমানুষের কল্যাণে কাজ করেছেন

রাউজানে স্মরণসভায় বক্তারা

রাউজান প্রতিনিধি | শনিবার , ৫ জুন, ২০২১ at ৭:২০ পূর্বাহ্ণ

এবিএম ফজলে করিম চৌধুরী এমপির ভাই ফজলে রাব্বি চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। গতকাল শুক্রবার রাউজানের গহিরা গ্রামে মরহুমের কবরস্থান সংলগ্ন মসজিদে খতমে কোরআন, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিকেলে রাউজান উপজেলা আওয়ামী লীগের মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন সমূহের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকাল থেকে রাউজানের বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ছাড়াও নানা-শ্রেণী পেশার মানুষ গহিরাস্থ বক্স আলী চৌধুরী বাড়িস্থ সাংসদ ফজলে করিম চৌধুরীর বাসভবনে জড়ো হয়ে দোয়া মাহফিল ও মোনাজাতে অংশ নেন এবং ফজলে রাব্বি চৌধুরীর কবরে পুষ্পার্ঘ অর্পণ করেন। কর্মসূচিসমূহে উপস্থিত ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, এবিএম ফজলে শহীদ চৌধুরী, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, পল্লী বিদ্যুৎ সমিতি-২’র জিএম আবুল কালাম, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি কাজী মোহাম্মদ ইকবাল, স্বপন দাশ গুপ্ত, নুরুল আবচার, শাহ আলম চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, এম সরোয়ার্দী সিকদার, ভুপেশ বড়ুয়া, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, আবদুল মোমেন চৌধুরী, এস এম বাবর, হাসান মো. রাসেল, চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রিয়তোষ চৌধুরী, আবদুর রহমান চৌধুরী, ভুপেষ বড়ুয়া, বিএম জসিম উদ্দিন হিরু, নুরুল আবছার, আব্বাস উদ্দিন আহম্মদ, লায়ন সাহাবুদ্দিন আরিফ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, রোকন উদ্দিন, তছলিম উদ্দিন চৌধুরী, নোয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম শাহ্‌জাহান, জসিম উদ্দিন, কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, শওকত হাসান, আজাদ হোসেন, জেবুন্নেছা, তছলিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, আব্দুল লতিফ, সারজু মোহাম্মদ নাছের, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জাহাঙ্গীর সুমন, শওকত হোসেন, আহসান হাবিব চৌধুরী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিপলু, রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগ সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সল মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, ফজলে রাব্বী চৌধুরী (মানিক) বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আমৃত্যু গণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি ছিলেন সমাজের আলোকবর্তিকা। তাঁর আদর্শ তরুণ প্রজন্ম ধারণ করলে সমাজ হবে সত্যিকার অর্থে আলোকিত।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ সুরক্ষায় প্রশাসনকে আরো কঠোর হতে হবে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শেখ রাসেল ইকো পার্কের কার্যালয়ে ভাঙচুর