ফজলে করিমকে কারাগারে পাঠাল অপরাধ ট্রাইব্যুনাল

| সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের কৌঁসুলি বি এম সুলতান মাহমুদ বলেন, এ বি এম ফজলে করিম চৌধুরীকে প্রডাকশন ওয়ারেন্ট মূলে ট্রাইবুনালে হাজির করা হলে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। খবর বিডিনিউজের।

এ সময় বিএম সুলতান মাহমুদ ছাড়াও কৌঁসুলি গাজী মোনাওয়ার হোসাইন তামিম, মইনুল করিম, তারেক আব্দুল্লাহ ও সাইমুম রেজা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে আগে অন্য মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। গত ৫ ফেব্রুয়ারি তাকে আইসিটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়। গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে এ বি এম ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। পরে তাকে চট্টগ্রামে নেওয়া হয়। হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেয়া, ভাংচুর, দখলসহ বিভিন্ন অভিযোগে ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওয়াহিদ-দিলরুবা-রাব্বী পরিষদের সাথে খুলশী ক্লাব লিমিটেডের মতবিনিময়
পরবর্তী নিবন্ধগণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ : ফখরুল