ডা. ফজলুল-হাজেরা ডিগ্রী কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা কলেজ মিলনাযতনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে এবং দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সায়মা তাহমিনের সঞ্চালনায় গত ১৭ মার্চ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা ডা. মো. আরিফুল আমিন। বক্তব্য দেন, মুজিবুল আলম চৌধুরী, কান্ত লাল দাশ, মো. শামসুল আলম, মো. বদিউল আলম, উপাধ্যক্ষ স্বপন কুমার নাথ।
উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক তাহমিনা বেগম, অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, অধ্যাপক মো. জলিল, অধ্যাপক জাফর উল্যাহ চৌধুরী, অধ্যাপক কানিজ ফাতেমা হাকিম, অধ্যাপক মরিয়ম আহম্মদ, বিভাগীয় শিক্ষক সাইফুল ইসলাম চৌধুরী, রাহনূর আশরাফ মীম, সৈয়দ মোহাম্মদ আসিফুজ্জামান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












