ফজলুল-হাজেরা কলেজে স্মরণ সভা

| সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৫:০৩ পূর্বাহ্ণ

সংসদ সদস্য ডা মো. আফছারুল আমীনের মাতা ডা. ফজলুল-হাজেরা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুমা হাজেরা খাতুনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিক্ষক পরিষদের উদ্যোগে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল গত ২৪ জুলাই কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর মো. আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আমীর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ স্বপন কুমার নাথ, অধ্যাপক আবুল কালাম মো. সামসুদ্দিন, অধ্যাপক রাবেয়া বেগম, অধ্যাপক মো. আলমগীর হোসেন, অধ্যাপক তাহমিনা বেগম, অধ্যাপক মনোজ কুমার দেব, অধ্যাপক অনুভূতি দেব নাথ প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, মরহুমা হাজেরা খাতুন একটি ডিগ্রী কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষিণ কাট্টলীর মত অনগ্রসর এলাকায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অধ্যক্ষ প্রফেসর মো. আসলাম হোসেন মোনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাংপ্রেসিডেন্সির নতুন কমিটি
পরবর্তী নিবন্ধবৃক্ষরোপণে ফজলে করিম এমপির জাতীয় পুরস্কার