পশ্চিম মাদারবাড়ি ফকির মাজার গলি নিবাসী, সাবেক ফুটবলার মুহাম্মদ জসিম উদ্দিনের পিতা হাজী মুহাম্মদ ফজলুল হক ৭৯ বছর বয়সে গত ২৬ মার্চ রাত সাড়ে এগারোটায় ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। গতকাল বৃহস্পতিবার বাদে জোহরা পশ্চিম মাদারবাড়ি ডিটি রোডে মরহুমের নামাজে জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থান দাফন করা হয়। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন মাদারবাড়ি মুক্ত কন্ঠ ক্লাবের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস, সহ–সভাপতি এডভোকেট মাহাবুব আলম, মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ। প্রেস বিজ্ঞপ্তি।