ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন কাজী হায়াৎ ও মাজহার

| বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক, প্রথম শিশু চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক হলেন ফজলুল হক। তার মৃত্যুবার্ষিকীতে প্রতিবছর দেওয়া হয় ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’। এবার এটি পেলেন কিংবদন্তী নির্মাতা কাজী হায়াৎ ও মাজহারুল ইসলাম। তারা চলচ্চিত্র নির্মাণ ও সাংবাদিকতার জন্য এই স্বীকৃতি পেয়েছেন। ফজলুল হক স্মৃতি কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার একটি বেসরকারী চ্যানেলে আয়োজন করা হয় পুরস্কার প্রদান অনুষ্ঠানের। তারমধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফজলুল হকের মেয়ে রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, মুকিত মজুমদার বাবু। তাছাড়া ছিলেন বাচসাস এর সাবেক সভাপতি আবদুর রহমান ও নুরুল আলম বাবু প্রমুখ। পুরস্কারপ্রাপ্তির পর কাজী হায়াৎ ও মাজহারুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করেন ফজলুল হক স্মৃতি কমিটির প্রতি। উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা কাজী হায়াৎ বলেন, ফজলুল হক বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পথিকৃৎ। পুরস্কার প্রাপ্তি ও স্বীকৃতি বরাবরই খুব আনন্দের। ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রাপ্তির ব্যাপারটা আমার জন্য আরও অনেক বেশি সম্মানের কারণ এটি ইতোমধ্যেই অনেক সুনাম ও মর্যাদা অর্জন করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন চলচ্চিত্রের এই গুণী মানুষটিকে শ্রদ্ধা জানাতে তাদের একটি মূল মিলনায়তনের নামকরণ করেছে ফজলুল হক স্মৃতি মিলনায়তন। চলচ্চিত্র ও গণমাধ্যমে কাজ করতে আগ্রহীদের জন্য সৈয়দ সালাউদ্দিন জাকীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে ‘ফজলুল হক ইন্সটিটিউট অব মিডিয়া স্টাডিজ’ নামে একটি প্রতিষ্ঠান।

পূর্ববর্তী নিবন্ধমায়ের গান ফের কণ্ঠে তুললেন ডলি
পরবর্তী নিবন্ধসালমা এখন ব্যারিস্টারের বউ