রাউজানের হলদিয়ায় এ.কে.এম ফজলুল কবির চৌধুরী স্মৃতি রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় আগ্রাবাদ স্বজনী ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে মদুনাঘাট মনির স্পোর্টস। গত ৭ ফেব্রুয়ারি বুধবার আমীরহাট মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উদ্বোধক ছিলেন পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আয়োজক উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার এস এম ইয়াকুব, প্রকৌশলী নুরুল আলম, মোহাম্মদ এরশাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাছির উদ্দিন ইলিয়াছ ও মোহাম্মদ জামশেদ উল্লাহ।