ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত যুবক

ঈদগাঁও প্রতিনিধি | শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৩:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে রামু উপজেলার পশ্চিম রাজারকুল মনসুর আলী শিকদার আইডিয়াল স্কুলের পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ ইউনুস (৩০)। তিনি রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা এবং কক্সবাজার শহরে ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বের হন ইউনুস। হাঁটার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রামু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি দুর্ঘটনা। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দুর্ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রামের কারখানার আগুন
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে শান্তি পরিবহনের বাস উল্টে প্রাণ গেল দুই জনের