ফখরকে ধোঁকা দেওয়ায় ডি কক-বাভুমার শাস্তি

| মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১১:৫২ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৫ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। এমন একটা ম্যাচকে শেষদিকে জমিয়ে তুললেন ফখর জামান। সতীর্থরা একে একে ব্যর্থ হলেও এই ওপেনার ১৫৫ বলে ১৮ চার ও ১০ চারে খেললেন ১৯৩ রানের বিধ্বংসী ইনিংস। কিন্তু শেষ ওভারে জয়ের জন্য ৩১ রানের দরকার হওয়া পাকিস্তান হেরেছে ১৭ রানে। ৯ উইকেটে ৩২৪ রানে থামে তারা। দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদির করা ইনিংসের শেষ ওভারের প্রথম বলে রান নিতে গিয়ে ডাবল সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে রান আউটের শিকার হন ফখর। পাকিস্তানি ওপেনারের এই রান আউট নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। কুইন্টন ডি ককের বিরুদ্ধে উঠেছে ‘ফেক ফিল্ডিংয়ের অভিযোগ।
তার জন্য প্রোটিয়াস উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে শাস্তি দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির কোড অফ কন্ডাক্টের ৪১.৫১ ধারায় ডি ককের ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। শাস্তি থেকে বাদ যাননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাও। তার ম্যাচ ফির ২০ শতাংশ কাটা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইপিএলে ভাল কিছু করতে চান মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ গেমসে ব্রোঞ্জ জিতল চট্টগ্রাম বিভাগীয় মহিলা সাইক্লিস্ট দল