ফকিরহাটে ইফতার সামগ্রী নিতে গিয়ে ভিড়ের চাপে নারীর মৃত্যু

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে একজন ব্যবসায়ীর বাড়িতে ইফতার সামগ্রী আনতে গিয়ে ভিড়ের মধ্যে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার কিছু পরে নগরীর বন্দর থানাধীন ফকিরহাট এলাকায় শিপিং ব্যবসায়ী রাজ্জাক চৌধুরী মাসুদের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রোকসানা বেগম (৫৫)। তিনি ফকিরহাট এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী। খবর বিডিনিউজের।

বন্দর থানার ওসি সুলতান মোহাম্মদ আহসান উদ্দিন বলেন, এক ব্যবসায়ীর বাড়িতে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী আনতে গিয়ে ভিড়ের মধ্যে চাপা পড়েন ওই নারী। পরে তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের বরাতে তিনি বলেন, ওই ব্যবসায়ী প্রতি বছর ওই এলাকায় বিভিন্ন ঘরে ইফতার সামগ্রী বিতরণ করলেও এ বছর নিজ বাড়িতে এ আয়োজন করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে নাইক্ষ্যংছড়িতে গ্রাম পুলিশ আহত
পরবর্তী নিবন্ধপবিত্র রমজান মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে : প্রধান উপদেষ্টা