পলিথিন ব্যাগ ব্যবহারসহ বিভিন্ন অপরাধে নগরে ১২ ব্যবসায়ীকে সাড়ে ২৬ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল নগরের হালিশহর ফইল্যাতলী বাজারে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন সংস্থাটির ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিকের জনসংযোগ শাখার আজিজ আহমদ জানান, অভিযানে ফইল্যাতলী বাজারের বিভিন্ন দোকানে ক্ষতিকর পলিথিন শপিং ব্যাগ ব্যবহার, মূল্য তালিকা না টাঙ্গানো এবং নালা ও ফুটপাত দখল করে দোকান বসানোর অপরাধে ১২ জনকে জরিমানা করা হয়। এই সময় প্রায় ২৫ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়।