দক্ষিণ কাট্টলী ফইল্যাতলী কাঁচা বাজার ও কিচেন মার্কেট দোকান ‘মালিকদের সাথে চুক্তি ভঙ্গ করে বহিরাগতদের নিকট দোকান বরাদ্দ দেওয়ার’ প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ফইল্যাতলী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর হালিশহর থানাধীন ফইল্যাতলী কাঁচা বাজার ও কিচেন মার্কেটের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তারা প্রকৃত দোকানদারদের দোকান বরাদ্দ দেওয়া, দোকান না দেওয়া পর্যন্ত কাঁচা বাজার উচ্ছেদ না করাসহ নানা দাবি জানান। সমাবেশে দাবি আদায় না হলে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ফইল্যাতলী বাজার সমিতির সভাপতি আসলাম হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম, অর্থ সম্পাদক মো. নাজিম, সামছু, ইমরান, ফারুক, আজিজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।