ফইল্যাতলীতে বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

বহুতল ভবন থেকে পড়ে নগরের ফইল্যাতলীতে মো. আরিফ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। আরিফ হালিশহরের চৌধুরী পাড়া এলাকার মো. হামিদের ছেলে। হালিশহর থানা পুলিশের দাবি, চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে যে জায়গায় ওই যুবকের মৃত্যু হয়েছে। তার চারপাশে চারটি ভবন রয়েছে।

ফলে কোন ভবন থেকে পড়ে তার মৃত্যু হয় তা জানাতে পারেনি পুলিশ। হালিশর থানার ডিউটি অফিসার জানান, ফজরের নামাজ পড়তে উঠা লোকজন তার কান্নার শব্দ শুনতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধবসন্ত-ভালোবাসা উৎসবে মাতলো সুবিধাবঞ্চিত শিশুরা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু কাল