বাংলাদেশ ও পাকিস্তান তিন ম্যাচের প্লে–অফ সিরিজের বৈতরণী পেরিয়ে আগামী বছর নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় বিশ্বকাপের বাছাইয়ে খেলার টিকেট পেতে মরিয়া। এশিয়া কাপ হকির চ্যাম্পিয়ন হিসেবে ভারত সরাসরি বিশ্বকাপে খেলবে। প্রতিযোগিতাটির সেরা পাঁচে থাকা বাকি চার দল দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন, জাপান বাছাইয়ে খেলার সুযোগ পেয়েছে। ভারতে অনুষ্ঠিত ওই আসর বয়কট করা পাকিস্তান এবং সেখানে ষষ্ঠ হওয়া বাংলাদেশ আন্তর্জাতিক হকি ফেডারেশনের নতুন নিয়মে পেয়েছে প্লে–অফ জিতে বাছাইয়ে খেলার সুযোগ। মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচের প্লে–অফ সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে দুই দল। শুক্র ও রোববার একই ভেন্যুতে হবে সিরিজের বাকি দুই ম্যাচ।











