প্লেবয় হলেও প্রেমিক তো, রণবীরের প্রসঙ্গে বললেন আলিয়া

| শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

বর্তমান সময়ের বলিউডের সবচেয়ে আলোচিত প্রেমিক জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রথমদিকে নিজেদের প্রেমের বিষয়ে কিছু না বললেও সমপ্রতি খোলামেলা কথা বলছেন তারা। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত এই অভিনেত্রী বলেন, প্রেমের বিষয়টিতে লুকানোর কিছু নেই। আমি একটি সম্পর্কে রয়েছি আর রণবীরের সঙ্গে এবং খুব ভালো আছি। ওকে খুব ভালোবাসি আমি। খবর বাংলানিউজের। প্রেমিক রণবীরের সম্পর্কে আলিয়া বলেন, ও একটু প্লেবয় ছিল, তারপরও প্রেমিক তো। ওর প্রতি আমার ভালোবাসা আছে বলেই এতো বছর ধরে আমরা সম্পর্কে রয়েছি। করোনা বাধা হয়ে না দাঁড়ালে রণবীর-আলিয়ার সঙ্গে সাত পাক ঘুরতেন ২০২০ সালেই। কিন্তু করোনার কারণে তাদের বিয়ের সানাই বাজার অপেক্ষা যেন শেষ হচ্ছে না। তবে আলিয়া এ বিষয়ে খুব একটা দুঃখিত নন। এই অভিনেত্রীর মতে, সবকিছুর নেপথ্যেই কোনও একটা কারণ থাকে। তাই তারা যখনই বিয়ে করুন না কেন সেটা খুব সুন্দরভাবে হবে বলে মনে করেন তিনি। এদিকে বলিউডে জোড় আলোচনা, এপ্রিলে বিয়ে করতে যাচ্ছেন রণবীর-আলিয়া। মুম্বাই বা রাজস্থানে হয়তো বিয়ের অনুষ্ঠান হতে পারে তাদের।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালে ভর্তি ডলি জহুর
পরবর্তী নিবন্ধ‘আমাদের ছবি ক্লিক করুন কিন্তু ছড়াবেন না’