যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে এয়ারফোর্স ওয়ানে উঠতে গিয়ে সিঁড়িতে তিন দফা হোঁচট খেতে দেখা গেলেও তিনি ‘১০০ ভাগ ঠিক আছেন’ বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জঁ-পিয়ের। শুক্রবার আটলান্টায় যাওয়ার উদ্দেশ্যে বিমানে ওঠার সময় বাইডেনকে সিঁড়িতে কয়েকবার হোঁচট খেতে দেখা যায়।
বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানের সিঁডির রেলিং ধরে উপরে ওঠার এক পর্যায়ে প্রথম হোঁচট খান বাইডেন। তাৎক্ষণিকভাবে সামলে নিলেও কয়েকটি পদক্ষেপের পর ফের পড়ে যান। এবার সামলে নিতে নিতে খান আরেকটি হোঁচট। এ দফায় বেশ কিছুক্ষণ বিরতি নেন মার্কিন প্রেসিডেন্ট। একহাতে রেলিং ধরে অন্য হাত দিয়ে হাঁটুতে কোনো চোট লেগেছে কিনা তা পরখ করে নেন। তারপরে অবশ্য আর সমস্যা হয়নি মার্কিন প্রেসিডেন্টের। বিমানের দরজায় পৌঁছে ঘুরে দাঁড়িয়ে রীতিমাফিক বিদায়ী অভিবাদন জানিয়ে ঢুকে যান এয়ারফোর্স ওয়ানের ভেতর। পরে জঁ-পিয়ের জানান, প্রেসিডেন্ট ‘শতভাগ সুস্থ আছেন’। হোয়াইট হাউসের এ মুখপাত্র বলেন, ‘আপনারা জানেন, তখন বাইরে বেশ বাতাস। খুব বাতাস ছিল। আমি নিজেও প্লেনে উঠতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিলাম। তিনি ১০০ ভাগ ঠিক আছেন।’
নভেম্বরে কুকুর মেজরের সঙ্গে খেলতে গিয়ে এক পায়ে আঘাত পেয়েছিলেন বাইডেন; শুক্রবার হোঁচট খাওয়ার পর সেখানে ব্যাথা লেগেছে কিনা তা বলেননি জঁ-পিয়ের।