প্লাস্টিক সার্জারি করিয়েছেন নুসরাত?

| শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৭:২৯ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের নামের সঙ্গে লেগেই আছে বিতর্ক। সমপ্রতি সামাজিকমাধ্যমে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে তাকে দেখা যাচ্ছে- সাদা রঙের জর্গাস, বড় সাইজের রোদচশমা পড়ে। কোলে পোষ্যকে নিয়ে ছবিতে পোজ দিয়েছেন তিনি। খবর বাংলানিউজের।
এই ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করতেই তাকে নিয়ে নানা কটাক্ষ শুরু হয়। কেউ সেখানে লেখেন, মুখের চাইতে চশমাটা বেশি বড়। আবার কেউ লেখেন, মুখটা আগে তো এতো লম্বা ছিল না। এমন কী করে হল! কেউ আবার প্রশ্ন তুলেছেন নুসরাতের হেয়ার কাটিং নিয়েও। প্রশ্ন উঠছে নুসরাতের প্লাস্টিক সার্জারি করানো নিয়েও। অতীতেও নুসরাতকে নিয়ে এমন প্রশ্ন উঠেছিল যে, তিনি নাকি প্লাস্টিক সার্জারি করিয়ে সুন্দরী হয়ে উঠেছেন। বলিউড থেকে টলিউড সর্বত্রই রয়েছে প্লাস্টিক সার্জারি করানোর চল। নেটিজেনদের একটা বড় অংশ মনে করছেন নুসরাতও এমন কিছু করিয়েছেন। তবে এসব কটাক্ষকে কখনোই সেইভাবে পাত্তা দেননা এই অভিনেত্রী।

পূর্ববর্তী নিবন্ধফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধহাসপাতালে ফেরদৌস ওয়াহিদ