প্লাস্টিক সার্জারিতে অতি নির্ভরতা,ভাবাচ্ছে উইন্সলেটকে

| বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৮:২৫ পূর্বাহ্ণ

সৌন্দর্য ধরে রাখতে প্লাস্টিক সার্জারির আশ্রয় নেওয়ার প্রবণতার তীব্র সমালোচনা করেছেন হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। পেইজ সিক্স লিখেছে, ৫০ বছর বয়সী উইন্সলেট প্লাস্টিক সার্জারির ওপর অভিনয়শিল্পীদের অতি নির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কোনো অভিনেত্রীর নাম না নিয়ে তিনি বলেছেন, কেউ কেউ নিজের মতো থাকার চেষ্টা করছেন। কেউ কেউ আকার নিজের মতো না থাকারও যথাসাধ্য চেষ্টা করছেন। অনেকে ওজন কমানোর ওষুধ খাচ্ছেন। তারা কি জানে তারা নিজের জন্য আসলে কি করছেন? স্বাস্থ্যের প্রতি অবহেলা একটি ভয়াবহ বিষয়। খবর বিডিনিউজের।

প্লাস্টিক সার্জারির বিষয়টি উইন্সলেটকে আগের চেয়েও বেশি ভাবাচ্ছে এবং বিরক্ত করছে বলে মন্তব্য করেছেন টাইটানিক সিনেমার এই অভিনেত্রী। তার কাছে এই ব্যাপারটি ‘মহা বিশৃঙ্খলা’ বলেও জানান তিনি।উইন্সলেট বলেন, প্লাস্টিক সার্জারির এই প্রবণতা যে কেবল অভিনেত্রীদের মধ্যেই সীমাবদ্ধ আছে তা নয়। সাধারণ নারীরাও বোটক্স বা ঠোঁটে ফিলার নেওয়ার জন্য টাকা জমাচ্ছেন। যা তাকে খুবই বিচলিত করছে বলে জানিয়েছেন তিনি। উইন্সলেটের কথায়, তার সবচেয়ে ভালো লাগে, যখন তার বয়স বোঝা যায়। আমার পরিচিত সুন্দরী অনেক নারীর বয়সই ৭০ বছরের বেশি। আর যা সবচেয়ে পীড়াদায়ক ব্যাপার, তা হল তরুণীরা জানেই না আসলে সৌন্দর্য বলতে কী বোঝায়। বয়স বাড়ার সঙ্গে নারীরা আরও সুন্দর হয় বলেও মন্তব্য করেছেন উইন্সলেট।

পূর্ববর্তী নিবন্ধবাফুফের উন্নয়ন সহযোগী বিএসআরএম
পরবর্তী নিবন্ধকবিতায় বিজয়গাথা