প্লাস্টিকের বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে পায়ে হেঁটে বিশ্বভ্রমণ

| শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৮:৫৫ পূর্বাহ্ণ

ভারতের মহারাষ্ট্র নাগপুরের একুশ বছর বয়সী যুবক রোহন আগরওয়াল। নিজ দেশের ২৭ রাজ্য প্রায় ১৬০০০ কিমি এবং বাংলাদেশে ৬৪ টি জেলা পায়ে হেঁটে ভ্রমণ করেছেন। প্রায় ১২০০ দিন (৩ বছর ২৮ দিন) হেঁটেছেন তিনি। তার যাত্রার মূল উদ্দেশ্য হল প্লাস্টিক এবং এর বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দেওয়া। বাংলাদেশ সফর শেষ করে মিয়ানমার হয়ে দক্ষিণ এশিয়ার আরো ২০টি দেশ পায়ে হেঁটে সফর করবে যা সময় লাগবে ৫ বছর। রোহন আগরওয়াল চট্টগ্রামে পৌঁছালে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে ১২ জুলাই চট্টগ্রাম অফিসার্স ক্লাবে সৌজন্য সাক্ষাতে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন (সিআইপি), সাধারণ সম্পাদক জাফর ইকবাল ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমমতার গয়াল প্রদর্শনী কেন্দ্র পরিদর্শনে পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি