থিয়েটার ইউনিট : আলো-ছায়ার উদ্যোগে গত ১ জানুয়ারি আয়োজন করা হয় ‘প্লাস্টিকের বিনিময়ে বীজ’ কার্যক্রম। উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ডের খালপাড় এলাকা থেকে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন সমাজসেবক ফরিদুল আলম। উদ্বোধনকালে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের ফলে আমরা প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছি। পৃথিবীর আবহাওয়ার পরিবর্তনের ফলে সমুদ্রের পানির স্তর বেড়ে যাচ্ছে যার ফলে বাংলাদেশের মতো সমুদ্র বেষ্টিত দেশের নিম্নাঞ্চলগুলো দ্রুতই সমুদ্রের নীচে তাদের ভূমি হারাবে। আয়োজকদের এই উদ্যোগ মানুষকে সচেতন করে তুলবে পাশাপাশি মানুষের অভ্যাস পরিবর্তনে সহায়ক হবে। উদ্বোধনের পর থিয়েটার ইউনিট : আলো-ছায়া দলটি সম্পূর্ণ ওয়ার্ড ও পতেঙ্গা সমুদ্র সৈকতে প্লাস্টিকের বিনিময়ে বীজ কার্যক্রম পরিচালনা করে। কার্যক্রমে একাত্ত্বতা প্রকাশ করেন পতেঙ্গা থানা পুলিশের সাব ইন্সপেক্টর জাহিদুল ইসলাম জসিম। কার্যক্রমের আওতায় প্লাস্টিকের বোতল, পলিথিন ব্যাগ, চিপস এর প্যাকেট থেকে শুরু করে সকল প্রকার প্লাস্টিকের বিনিময়ে জনগণকে বীজ প্রদান করা হয়। মানুষকে সচেতন করতে ফেস্টুনে সচেতনতামূলক লেখা, মাইকে বিভিন্ন সচেতনতামূল শ্লোগান নিয়ে মানুষের ধারে ধারে গিয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন। কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন থিয়েটার ইউনিট : আলো-ছায়ার ইউনিট কমান্ডার ইকবাল হোসেন, মোহাম্মদ নাছির, ইউনুস রানা সোহেল, ওমর ফারুক আকাশ, হামিদুর রহমান, শাফিন ফরিদ রোহান ও আশরাফুল হক সাগর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।