প্লাস্টিকের বদলে বীজ : চট্টগ্রামে বইবন্ধুর ব্যতিক্রমী উদ্যোগ

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় বইবন্ধু সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ ‘প্লাস্টিক দিন, বীজ নিন’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জামালখান মোড় চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী। সভাপতিত্ব করেন সাজিদা জেসমিন তুলি।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, অপচনশীল প্লাস্টিক প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো পানিতে পচে না, বরং পরিবেশ দূষণের কারণ হয়। তাই আমরা এগুলো যেখানেসেখানে ফেলে দেব না, বরং পরিবেশ রক্ষার জন্য গাছ লাগাবো।

তিনি বইবন্ধুর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আজ প্লাস্টিকের পরিবর্তে গাছ ও বীজ বিতরণ করা হচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়। চট্টগ্রাম সিটি করপোরেশন ইতোমধ্যে বিভিন্ন এনজিওকে সহায়তা করেছে যারা প্লাস্টিকের বিনিময়ে চাল, ডাল, মাছ, মুরগি ইত্যাদি দিচ্ছে। ভবিষ্যতে আমরাও এ ধরনের প্রকল্প হাতে নেবো, যাতে এক কেজি প্লাস্টিকের বিনিময়ে এক কেজি চাল বা পাঁচ কেজি প্লাস্টিকের বিনিময়ে মাছমুরগি দেওয়া যায়। তিনি আরও বলেন, গাছ আমাদের প্রকৃতির বন্ধু। এটি বাতাস থেকে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে, যা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যত বেশি গাছ লাগানো যাবে, তত বেশি পরিবেশ সুরক্ষিত হবে এবং জলবায়ুর ভারসাম্য রক্ষা পাবে। এই উদ্যোগ শুধু আজকের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এটি ধীরে ধীরে চট্টগ্রামের প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে দিতে হবে। আজ জামালখান থেকে যাত্রা শুরু হলো, এটি পুরো চট্টগ্রামে ছড়িয়ে দিতে হবে। তিনি সকল নাগরিককে একত্রিত হয়ে পরিবেশবান্ধব এ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান এবং বলেন, আমরা সবাই মিলে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর একটি চট্টগ্রাম গড়ে তুলব। এই যাত্রা আজ জামালখান থেকে শুরু হলো এবং চলতে থাকবে।

বইবন্ধু সংগঠনের এই ব্যতিক্রমী উদ্যোগ চট্টগ্রামবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্লাস্টিক বর্জ্য কমিয়ে পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরি করতে এমন উদ্যোগ আরও প্রসারিত করা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী নিবন্ধবৌদ্ধদের মেলায় চাঁদা আদায় নিয়ে দু’পক্ষের মারামারি, আহত ১০
পরবর্তী নিবন্ধত্রিতরঙ্গের ৩ মাসব্যাপী কর্মশালার প্রাথমিক মূল্যায়ন সম্পন্ন