ডাকাতির প্রস্তুতিকালে নগরের বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ এলাকা থেকে দুজনকে আটক করেছে র্যাব। তারা হচ্ছেন মো. নাসির উদ্দিন টিপু (২৯) ও মো. সাজ্জাদ (২২)। দুজনই হাটহাজারী উপজেলা ফতেয়াবাদ এলাকার বাসিন্দা। গতকাল মঙ্গলবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ জুলাই টিপু ও সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের তল্লাশি করে একটি প্লাস্টিকের তৈরি খেলনা পিস্তল এবং একটি দেশীয় ধারালো ছোরা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ধৃতরা বায়েজিদ বোস্তামী থানা এলাকাসহ চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাই করে আসছে। এছাড়া তারা সাধারণ মানুষসহ প্রাত্যহিক চলাচলরত ব্যবসায়ীদের নিকট হতে খেলনা পিস্তল এবং দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন করে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে আসছে।