প্লাজমা দিলেন রাঙামাটির ৫১ পুলিশ সদস্য

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২০ at ৭:২৭ অপরাহ্ণ

প্লাজমা ব্যাংকে প্লাজমা দিয়েছেন রাঙামাটি পুলিশের ৫১ সদস্য। তারা দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন।
গুরুতর করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা দিয়ে সুস্থ করা সম্ভব এমন দায়িত্ববোধ থেকে রাঙামাটির এই ৫১ পুলিশ সদস্য আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পুলিশ প্লাজমা ব্যাংকে প্লাজমা প্রদান করেন।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ছুফিউল্লাহ জানান, গত মার্চ মাসে করোনার শুরু থেকে রাঙামাটিতে কর্মরত পুলিশ সদস্যরা জেলা প্রশাসনের সাথে করোনা মোকাবেলায় দায়িত্ব পালন করে। দায়িত্ব পালন করতে গিয়ে রাঙামাটি পুলিশের ২০৪ জন সদস্য করোনা আক্রান্ত হয়। তাদের সবাই বর্তমানে সুস্থ।
তিনি আরো জানান, পুলিশ সুপার আলমগীর কবীর স্যারের নির্দেশে সুস্থ হওয়াদের মধ্য থেকে ৫১ জন পুলিশ আজ দুপুরে ঢাকা পুলিশ হাসপাতালে প্লাজমা প্রদান করেন।
প্লাজমা দিতে পেরে পুলিশ সদস্যরা আনন্দ প্রকাশ করে বলেন, নিজেদের এই প্লাজমা একজন অসহায়, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বাংলাদেশ পুলিশ সদস্যদের এই প্লাজমা প্রদান দেখে অন্যরাও অনুপ্রাণিত হয়ে প্লাজমা প্রদানে এগিয়ে আসবে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে সহায়তা
পরবর্তী নিবন্ধমধ্যপ্রাচ্য ষড়যন্ত্রের বৈঠক করছে বিএনপি : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ