প্রয়োজন বুঝে সিদ্ধান্ত এখনই শঙ্কা করছি না : শিক্ষামন্ত্রী

| মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি এবং দেশে ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষায় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। খবর বিডিনিউজের।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা সারাক্ষণ করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি আমরা মনে করি শিক্ষার্থী, শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ক্লাসের সংখ্যা কমিয়ে দেওয়া প্রয়োজন, আমরা কমিয়ে দেব। বন্ধ করে দেওয়া প্রয়োজন, বন্ধ করে দেব। সবকিছু প্রয়োজন বুঝে নিবিড় পর্যবেক্ষণ করে আমরা করব।
দেশে কোভিডের সংক্রমণ সদ্য সমাপ্ত বছরে মার্চের পর থেকে বাড়তে শুরু করে। ডেল্টা ধরনের প্রভাবে দেশে মহামারী ব্যাপক আকারে বিস্তার লাভ করে। এ প্রসঙ্গ টেনে দীপু মনি জানান, মার্চ পর্যন্ত না দেখে বলতে পারবেন না যে, শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে কার্যক্রম চালু করা যাবে কি না। গতবারের চেয়ে এবার কোনো কোনো ক্লাসের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে কোনো কোনো ক্লাসে যেখানে এক দিন ক্লাস হতো, সেখানে একাধিক দিন হয়েছে। মার্চ মাস এলে বুঝতে পারব। এ মুহূর্তে কোনো আশঙ্কা দেখছি না। খুব সাবধান থাকতে হবে। আমরা সচেতন থেকে সংক্রমণ নিচে রাখব আশা করি।
এদিকে বিদ্যমান পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এখনই লকডাউনের বিষয়ে ভাবছি না। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধঝুঁকিতে থাকা ব্যক্তিরাও পাবেন বুস্টার ডোজ : স্বাস্থ্যের ডিজি
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে যুবলীগ নেতাকে অপহরণের প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ