‘প্রয়োজনে’ আবারও একাত্তরের চেতনায় গর্জে উঠবে বাংলাদেশ

খাতুনগঞ্জে শিক্ষা উপমন্ত্রী নওফেল

আজাদী প্রতিবেদন | রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:১০ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, আজ বর্তমান সরকারকে অসাংবিধানিক ও অবৈধ পথে উৎখাতের যে ষড়যন্ত্র চলছে তা কিছুতেই আমরা মেনে নিতে পারি না। কায়েমি স্বার্থবাদী মহল বিদেশি মুরুব্বিদের মাধ্যমে মিথ্যাচার ও কল্পিত অভিযোগ এনে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। তাদের মনে রাখা উচিত বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এদেশের জনগণকে আবারো পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হলে তার বিরুদ্ধে ৭১’র চেতনায় গর্জে উঠবে বাংলাদেশ। গত ৩ জানুয়ারি বিকাল ৪টায় খাতুনগঞ্জ হামিদ উল্লাহ বাজারের সামনে খাতুনগঞ্জ লোডিংআনলোডিং শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কর্ম পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে নওফেল আরো বলেন, খেটে খাওয়া মানুষেরা জীবনজীবিকার জন্য প্রতি মুহূর্তে ঝুঁকি নিয়ে কাজ করেন। তারা পেশাজীবী হিসেবে যে শারীরিক পরিশ্রম করেন তার যথাযথ মূল্য তারা পান না। কিন্তু এই কাজের ক্ষেত্রে যদি জীবন বিপন্ন হয়, নিহত ও আহত হন, তাদের জন্য একটি সাহায্য ও সহযোগিতামূলক তহবিল থাকা চাই। যাতে ক্ষতিগ্রস্তদের পরিবার সুস্থ জীবনযাপনের অবলম্বন খুঁজে পায়।

বর্তমান সরকার শ্রমিকবান্ধব উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, দুর্যোগকালীন সীমিত আয়ের মানুষদের টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে নিত্যপণ্য সরবরাহ করে শ্রমজীবী মানুষকে স্বস্তি দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমজীবী মানুষের প্রতি দরদী বলেই তিনি তাদের জীবনমান উন্নয়নে নানাভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর হাজী নুরুল হক, বঙিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, আবুল হোসেন আবু। এতে আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা সাবের আহমদ, জামাল উদ্দিন লিটন, সমীরুল ইসলাম তুহিন, মো. সিরাজ, মো. কাশেম, মো. নসু মাঝি, মো. বাবুল, অলি উল্লাহ কাঞ্চন, মো. অলি উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাকিবদের হারিয়ে টানা দ্বিতীয় জয় মাশরাফিদের
পরবর্তী নিবন্ধঅস্তিত্ব রক্ষায় বিএনপিকে নির্বাচনে আসতে হবে : কাদের