প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১০ গাড়ি জব্দ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বাঁশখালীতে ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর কারণে ১০ টি গাড়ি জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে এসব গাড়ি জব্দ করা হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক।
তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চালানো আইনগত অপরাধ। এরা প্রতিনিয়ত সড়কে নানা ধরণে দুঘর্টনা ঘটাচ্ছে। দুঘর্টনা রোধে সড়কে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধগবেষণার মাধ্যমে রপ্তানিমুখী শিল্প গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধবইপ্রেমীদের ব্যতিক্রমী উৎসব