প্রয়াসের উদ্যোগে সংগঠনের ১৭ তম বর্ষপূর্তি উপলক্ষে সমাজ অঙ্গনে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের ৫ আলোকিত ও গুণী ব্যক্তিকে ‘প্রয়াস অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।
এ উপলক্ষে সংগঠনের সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও প্রয়াসের প্রধান উপদেষ্টা লায়ন হুমায়ূন কবির, কো–চেয়ারম্যান ও প্রয়াস উপদেষ্টা ডা. এম ওয়াই এফ পারভেজ, সদস্য সচিব ও প্রয়াস পরিচালক সারিস্ত্া বিন্তে নুর, প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন, সভাপতি কিবরিয়া হোসাইন বাপপী, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খাঁন আসিফ এবং প্রচার সম্পাদক সুলতান মাহমুদ রাজীব। প্রেস বিজ্ঞপ্তি।












