প্রয়াসের ১৪তম বর্ষপূর্তি উদযাপন

| মঙ্গলবার , ১৩ ডিসেম্বর, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে সম্প্রতি সংগঠনের ১৪তম বর্ষপূতি এবং প্রয়াস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান গত শনিবার নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনির্ভাসিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. মোজাম্মেল হক।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান লায়ন হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন ১৪তম বর্ষপূতি আয়োজন কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোমিনুল হক। ধন্যবাদ বক্তব্য রাখেন অনুষ্ঠানের কো-চেয়ারম্যান লায়ন এস কে নন্দী।

সম্মানিত অতিথি ছিলেন প্রয়াস উপদেষ্টা আইইবিএর চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, চট্টগ্রাম সিটিজেন সোসাইটির জয়েন্ট সেক্রেটারি লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী, সংস্কার বাংলাদেশের উপদেষ্টা ডা. এম জাকিরুল ইসলাম, সার্ক-মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, রোটারিয়ান জাহেদা আকতার মিতা। সম্বর্ধিত অতিথি ছিলেন ডা. এটিএম রেজাউল করিম, নারী উদ্যোক্তা রেখা আলম চৌধুরী, মিউজিশিয়ান রুপতনু দাশ শর্মা, সৈয়দা জিনাত আরা নিপুন এবং রাওকাতুন নুর।

অনুষ্ঠানে একটি এতিমখানায় ৭৫ জন ছাত্রের খাবার পরিবেশনের জন্য সংগঠন থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রয়াস পরিচালক হেফাজ উদ্দিন আহমেদ। প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনি।

সার্বিক সহযোগিতায় ছিলেন প্রয়াস পরিচালক মহসীন উল কাদের, চৌধুরী সাহাদাত হোসেন, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, ডা. মো. রেজাউল ইসলাম ও প্রয়াস পরিবার। প্রধান অতিথি অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, প্রয়াস বাংলাদেশের একমাত্র সংগঠন যারা প্রত্যেক মাসে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের জন্য নিষ্ঠার সাথে কাজ করে যাছে। পাশাপাশি বর্ষপূর্তিতে দেশের আলোকিত ব্যক্তিদের সম্মাননা দিয়ে থাকে।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রয়াসের সহ-সভাপতি কিবরিয়া হোসেন বাপপী, সদস্য শক্তি ভট্টাচার্য ও অপু সরকার। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী আবদুল মান্নান রানা, শান্তা, আসাদ এবং হিমেল মন্ডল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার সাথে সংস্কৃতির চর্চা মানুষকে উদার ও সৃজনশীল করে : ড. অনুপম
পরবর্তী নিবন্ধমহানগর আওয়ামী লীগের ৩ দিনের কর্মসূচি