প্রয়াত ১০ আ.লীগ নেতাকে শ্রদ্ধায় স্মরণ রেজাউলের

| রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:৪৫ পূর্বাহ্ণ

প্রয়াত ১০ আওয়ামী লীগ নেতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। প্রয়াত নেতাদের কবর জিয়ারত করে তিনি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। গতকাল শনিবার মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে তিনি প্রয়াত নেতাদের কবরে যান। প্রয়াত ১০ নেতা হলেন-জহুর আহমদ চৌধুরী, এম এ আজিজ, এম এ হান্নান, এম এ মান্নান, আতাউর রহমান খান কায়সার, আক্তারুজ্জামান চৌধুরী বাবু, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সিরাজুল হক মিয়া, ইছহাক মিয়া এবং কাজী ইনামুল হক দানু।
গতকাল সকাল ১০টায় তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জহুর আহমদ চৌধুরীর কবর জেয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর একে একে প্রয়াত নেতাদের কবরে গিয়ে জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরের পর তিনি আনোয়ারা হাইলধরে গিয়ে আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জেয়ারত করেন এবং শ্রদ্ধা জানান।
এসময় প্রয়াত নেতাদের স্মরণ করে রেজাউল করিম চৌধুরী বলেন, আমাদের প্রয়াত নেতারা বীর চট্টলা তথা বীর বাঙালির অহংকার। বাঙালি জাতির জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে বঙ্গবন্ধুর সাহচর্যে থেকে তারা গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছিলেন। চট্টলার ঐতিহ্য, কৃষ্টি, সংগ্রামী ইতিহাসের সাথে মিশে থাকা কিংবদন্তী জননেতাদের কর্ম ও আদর্শ আমাদের আগামীর অগ্রযাত্রা ও উন্নয়ন কর্মকাণ্ডে আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন, সহ সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, কোষাধ্যক্ষ সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক হাসান মোহাম্মদ শমশের, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান, মোহাম্মদ হোসেন, আবু তাহের, গাজী শফিউল আজিম, বখতেয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান মো. ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান, সাধারণ সম্পাদক এম এ মালেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআসুন আহত প্রতিবন্ধীর পাশে দাঁড়াই
পরবর্তী নিবন্ধটিকা নিয়ে গুজবে সাড়া না দেওয়ার আহ্বান