প্রয়াত শিল্পীদের স্মরণে ধারাবাহিক অনুষ্ঠান করবে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ

চট্টগ্রাম শাখার মতবিনিময়ে বক্তারা

| বুধবার , ৩১ মে, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম শাখার মতবিনিময় সভা গত ২৯ মে চেরাগী পাহাড়স্থ লুসাই ভবনে সংগঠনের সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসালামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফজল আহমদ। বক্তব্য রাখেন শাহিদা আকতার জাহান, দীপক কুমার পালিত, লূপর্ণা মুৎসূর্দ্দী লোপা, আফরোজা বেগম জলি, অধ্যাপক এ কে এম নুরুল বশর সুজন, নজরুল ইসলাম সাদা, অধ্যাপক ওচমান জাহাঙ্গীর, মো. হোসেন আলী, গীতা আচার্য্য, সুকুমার দে, এয়াকুব আলী, শ্যামল দাশ, সোমা মুৎসুদ্দী, ওমর ফারুক, মানস চৌধুরী, অ্যাডভোকেট সেলিম চৌধুরী, রোপি দাশ সুমি, সংগীতি শিল্পী অচিন্ত্য কুমার দাশ, রোকন উদ্দীন আহমেদ,সাইফী আনোয়ারুল আজিম, ইমতিয়াজ ফারুকী, শিব্বির আহমদ ওসমান, আরিফুল ইসলাম মো. ওসমান গণি, রাধা রানী চৌধুরী, সৈয়দ কুতুব উদ্দীন ফোরকান, তানভীর আহমদ,অ্যাডভোকেট অস্মিত চক্রবর্তী, রফিকুল ইসলাম, রুপনা দাশ, আকতার হোসাইন, ইশাত মান্নান, আমিনুল হক লিটন প্রমুখ।

সভায় সংগঠনের পক্ষ থেকে সারা দেশে সংগীত অঙ্গণে বিশেষ অবদান রাখা প্রয়াত শিল্পীদের স্মরণে ধারাবাহিক সংগীত অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে এক রাতে দুই গরু চুরি
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল