চকবাজারস্থ কার্যালয়ে গত ১৭ সেপ্টেম্বর সদ্য অ্যাডভোকেট আবদুস সোবহান, চাকসুর সাবেক জিএস গোলাম জিলানী চৌধুরী, ওমর সাফায়াত কাওসার, শাহ আলম বাবুল স্মরণ সভা অনুষ্ঠিত হয়। চবি সিনেট সদস্য স ম নজরুলের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, সাবের আহমদ আসগরী, ডা. মাহফুজুর রহমান, আজম সাদেক, দিলীপ কান্তি দাস, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সুযশময় চৌধুরী, ডা. শাহ আলম ভুইয়া, তৈয়বুর রহমান, ডা. জবিউল হোসেন, সোলায়মান খান, সফিউল আলম খোকন, মশিউর রহমান খান, নুরুল ইসলাম খান, মোস্তফা কামাল, সোহরাব হোসেন, নুরুল আরশাদ চৌধুরী, গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।