চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের যাঁরা প্রয়াত হয়েছেন তাদের ত্যাগ-তিতিক্ষার পথ অনুসরণ করে দলীয় নেতৃত্বকে সুসংগঠিত করতে হবে। আমরা করোনাকালীন সময়ে যাদেরকে হারিয়েছি তারাও দলের ত্যাগী নেতা ছিলেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
গতকাল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের প্রয়াত যুগ্ম সাধারণ সম্পাদক ও বার বার নির্বাচিত আলকরণ ওয়ার্ডের সাবেক কমিশনার এম এ রশিদ এবং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, আমরা প্রয়াত নেতাদের স্মরণ করছি তাদের বণার্ঢ্য রাজনীতিক জীবনে জনগণের সাথে যে সম্পৃক্ততা ছিল সে অবদানগুলো আমরা যেন অনুসরণ করতে পারি এবং নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে পারি।
শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন খোরশেদ আলম সুজন, মশিউর রহমান চৌধুরী, আবদুল লতিফ টিপু, সাহাব উদ্দিন আহমেদ, টিংকু বড়ুয়া, আবুল হাশেম বাবুল, মো. আলী নেওয়াজ, আবদুল মোতালেব চৌধুরী, আবদুস ছালাম মাসুম, তারেক ইমতিয়াজ ইমতু, আমিনুল রশিদ রাজা। প্রেস বিজ্ঞপ্তি।