নগর ছাত্রলীগের প্রয়াত সদস্য নাসিম আহমেদ সোহেলের পরিবারের জন্য ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এ সময় ছাত্রনেতারা সোহেলের অসুস্থ বাবা মায়ের খোঁজখবর নেন। গতকাল মঙ্গলবার ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে এবং সহযোগিতায় নগর ছাত্রলীগের সংগঠক নাঈম আশরাফ অভির মাধ্যমে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সোহেলের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি সাধ্যমতো সোহেলের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। খবর বাংলানিউজের।
২০১৬ সালের ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা নাসিম আহমেদ সোহেল প্রতিপক্ষের হামলায় মারাত্মকভাবে আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।











