বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সদ্য প্রয়াত ড. জ্ঞানশ্রী মহাথেরর পেটিকাবদ্ধ অনুষ্ঠান, বুদ্ধরত্ন স্থবিরের মহাস্থবির বরণোাৎসব আজ মঙ্গলবার দিনব্যাপী বিনাজুরী শ্মশান বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ১৩ নভেম্বর চট্টগ্রামের একটি হাসপাতালে এই সংঘমনীষা চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।
উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে ধর্মসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এছাড়া প্রধান জ্ঞাতি ও বিশেষ জ্ঞাতি থাকবেন উপসংঘরাজ শাসনবংশ মহাস্থবির ও জিনালংকার মহাস্থবির। অনুষ্ঠানে বাংলাদেশি বৌদ্ধদের আরও অনেক ধর্মীয় গুরু এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দিনব্যাপী অনুষ্ঠানে সকালে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপসংঘরাজ প্রিয়দর্শী মহাস্থবির। প্রেস বিজ্ঞপ্তি।












