প্রয়াত কাউন্সিলর গোলাম হায়দার মিন্টুর পরিবারকে ৫ লাখ টাকা অনুদান

| সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

সদ্য প্রয়াত ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর পরিবারকে নিজ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন। গত শনিবার সকালে চট্টগ্রাম সিনিয়র ক্লাবে কাউন্সিলর মিন্টুর স্মরণসভা শেষে এই অনুদান তুলে দেন প্যানেল মেয়র। এ সময় প্যানেল মেয়র লিটন বলেন, সাইয়েদ গোলাম হায়দার মিন্টু ছিলেন একজন সৎ ও সজ্জন মানুষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুতে ৪০ গবেষণা প্রকল্পের মধ্যবর্তী রিপোর্ট উপস্থাপন
পরবর্তী নিবন্ধকরোনা উপসর্গ নিয়ে হাসপাতালে হাবিব