প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ চট্টগ্রামের উদ্যোগে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন গতকাল শনিবার নগরীর এলজিইডি ভবনে অনুষ্ঠিত হয়। ৩০ আগস্ট ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যেই এ সম্মেলন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আব্দুর রহমান।
বক্তারা সহকারী শিক্ষক এন্ট্রি পদে ১১তম গ্রেড, শতভাগ বিভাগীয় পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসনে তিন দফা দাবি উপস্থাপন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিটি বিভাগে বিভাগীয় সমাবেশ করে মহাসমাবেশ করার ঘোষণা দেন। জে এম তাওহিদ হোসেন ও মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মনসুর আলম চৌধুরী। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শাহীনুর আক্তার, শাহিনুর আল আমীন, তপন মন্ডল, আনিসুর রহমান, শামসুদ্দিন মাসুদ, অজিত পাল, সাবেরা বেগম, নূর আলম সিদ্দিকী রবিউল, ইলিয়াস হোসেন, রহিমা আক্তার, মাহমুদুল হক, মো. ওবাইদুল্লাহ, মো. এমদাদুল হক, হোসেন ইকবাল, আবদুল ওহাব সুমন, মো. আলী, মো. সালাউদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, মো. শাহজাহান, বিকাশ কান্তি দে, লুৎফর নাহার, দিদারুল হক, মাহামুদুল হাসান, বিশ্বনাথ সরকার, মো. শেখ ফরিদ, জসিমুল ইসলাম, কামরুল ইসলাম, ফয়েজুন্নেসা মিলি, শিমুল পাল ও শাহারিয়ার ওমায়ের। প্রেস বিজ্ঞপ্তি।