অপরূপা রূপে তুমি
সাজিয়ে নিলে অঙ্গ,
হৃদয় আমার আকুল করে
পেতে তোমার সঙ্গ।
তুমি আমার হৃদয় মাঝে
একটি সুপ্ত কলি,
জানি না তো কেমনে তোমায়
মনের কথা বলি।
লজ্জা আছে লাজ আছে,
আছে লোকের ভয়,
চাঁদনি রাতে কর দেখা
যদি সময় হয়।
মাতাল করা চুলের ঘ্রাণ
কাজল কালো চোখ,
মনটা আমার জুড়িয়ে যায়
দেখলে তোমার মুখ।
ভালোবাসার রং ছড়িয়ে
আমায় দিয়ে কথা,
ছেড়ে কেন গেলে বন্ধু
মনে ভীষণ ব্যথা।