প্রেয়সী

মনজুর আলম | মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৩৫ অপরাহ্ণ

অপরূপা রূপে তুমি

সাজিয়ে নিলে অঙ্গ,

হৃদয় আমার আকুল করে

পেতে তোমার সঙ্গ।

তুমি আমার হৃদয় মাঝে

একটি সুপ্ত কলি,

জানি না তো কেমনে তোমায়

মনের কথা বলি।

লজ্জা আছে লাজ আছে,

আছে লোকের ভয়,

চাঁদনি রাতে কর দেখা

যদি সময় হয়।

মাতাল করা চুলের ঘ্রাণ

কাজল কালো চোখ,

মনটা আমার জুড়িয়ে যায়

দেখলে তোমার মুখ।

ভালোবাসার রং ছড়িয়ে

আমায় দিয়ে কথা,

ছেড়ে কেন গেলে বন্ধু

মনে ভীষণ ব্যথা।

পূর্ববর্তী নিবন্ধপ্রশাসন ব্যবস্থায় যথেষ্ট সংস্কার প্রয়োজন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম দক্ষিণাঞ্চলকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা সময়ের প্রয়োজন