প্রেস ক্লাব সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়া ব্যাডমিন্টনে দেবাশীষ ও রিটন চ্যাম্পিয়ন

| সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন ইভেন্টের ৫০ উর্ধ্ব বিভাগে দেবাশীষ বড়ুয়া দেবু ও পুরুষ এককে শাহনেওয়াজ রিটন চ্যাম্পিয়ন হয়েছেন। গতকাল রাইফেল ক্লাবে অনুষ্ঠিত খেলায় ৫০ উর্ধ্ব এককের ফাইনালে দেবাশীষ বড়ুয়া দেবু সরাসরি সেটে মো. ফারুককে হারিয়েছেন। পুরুষ এককের ফাইনালে শাহনেওয়াজ রিটনও সরাসরি সেটে শরীফুল হককে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেন। এর আগে ২টি সেমিফাইনালে শাহনেওয়াজ রিটন রবী শংকরকে এবং শরীফুল হক সোহেল সরোয়ারকে হারান। এছাড়া মাস্টার্স বিভাগের দ্বৈতে নির্মল চন্দ্র রায় ও জালাল উদ্দিন, জামালউদ্দিন ইউসুফ ও মাহবুবুর রহমান, পংকজ দস্তিদার ও মঞ্জুরুল আলম মঞ্জু এবং মঈনুদ্দিন কাদেরি শওকত ও মাখনলাল সরকার জুটি প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। আজ মাস্টার্স, ৫০ উর্ধ্ব ও ৪০ উর্ধ্ব দ্বৈতের সকল খেলা ফিকশ্চার অনুযায়ী সম্পন্ন হবে। ব্যাডমিন্টন খেলা পরিচালনা করেন প্রেস ক্লাব ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু ও ক্লাবের স্থায়ী সদস্য মিন্টু চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতির ফুটবল ক্যাম্পের উদ্বোধন
পরবর্তী নিবন্ধআঞ্চলিক ফাইনালে ফেনী-চট্টগ্রাম মুখোমুখি